
লক্ষ্মীপুরে ড্যানিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করা হয়েছে। এতে শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন ক্লাবের ১০২ টি দল অংশগ্রহণ করবে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ড্যানিশ কনডেন্সড মিল্ক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এ আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মহসিন কবীর স্বপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, পারটেক্স স্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আমির খসরু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু ও জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর মজুমদার প্রমুখ।
বিবার্তা/বিধান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]