
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক মছির উদ্দিন দুলাল।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার সকালে হাতীবান্ধা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে জেলা ও উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল সাবেক নেতা মছির উদ্দিন দুলাল সংবাদ সম্মেলনে বলেন, বোনের বাড়িতে বাবা অসুস্থ থাকায় গত ২৬ সেপ্টেম্বর আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা করি পথের মধ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় র্যাব-১৩ ঢাকা গামী যাত্রীবাহী রিমি ট্রাভেল বাস থামিয়ে লকার থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেন। পরে র্যাব সদস্যরা যাত্রীবাহী বাসের সুপারভাইজার ও হেলপারসহ আমাকে সন্দেহ মূলক ভাবে আটক করে।
এসময় আমি নিজেকে নির্দোষ দাবি করলেও র্যাব সদস্যরা আমার কথা শোনেননি। টেনে হিঁচড়ে গাড়িতে উঠান। পরে কাউনিয়া থানায় আমাকে সোপর্দ করেন। এ ঘটনায় আমি কোনোক্রমেই জড়িত নই। বাসে ওঠার সময় আমার কাছে কোনো প্রকার ব্যাগ ছিল না।
তিনি আরও বলেন, বিগত দিনে নিষ্ঠার সাথে ছাত্র রাজনীতি করেছি। আমার নামে কোনো প্রকার মাদক বা অন্য কোনো মামলা নেই। একটি মহল আমাকে সুপরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসিয়েছেন। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। সঠিকভাবে তদন্ত করে আমাকে মাদক মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি।
বিবার্তা/তমাল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]