নরসিংদীতে পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯
নরসিংদীতে পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৬ বছর ধরে নরসিংদীর পরিবহন খাতে আওয়ামী নেতা-কর্মীদের চাঁদাবাজির প্রতিবাদ এবং আওয়ামী শ্রমিকলীগ নেতা জাকির হোসেন মৃধাসহ কর্মীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে পরিবহন মালিক সমিতি, ট্রাক মালিক সমিতির সদস্যসহ এলাকাবাসী।


সাহেপ্রতাপ ব্যবসায়ী সমিতি, বিএনপির পরিবহন সেক্টরসহ এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া, শহর যুবদলের সাধারণ সম্পাদক শামীম, সদর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনসহ পরিবহন নেতা-কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


এসময় তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের পরিচয় বহন করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি সংগঠিত করেছে। পট পরিবর্তনের সাথে সাথে তারা সংগঠনের দখল নিতে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তাই সকলেই সতর্ক হয়ে আগামীতে দেশ গড়ার প্রত্যয় নিতে হবে।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com