
ঢাকার ধামরাইয়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন- উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের মো. রহিমের ছেলে নুর মোহাম্মদ ও মো. আব্দুর রহমানের
ছেলে মো. মোস্তফা। মামলায় আরও তিনজন অজ্ঞাত ।
এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে তিনজনকে অজ্ঞাত অভিযুক্ত করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রেমের সূত্রে তরুণীকে মোবাইলে ডেকে নিয়ে বেড়ানোর কথা বলে। পরে তারা সিএনজিতে করে রাত সোয়া ৯টার দিকে নান্দেশ্বরী এলাকায় অজ্ঞাতনামা একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে প্রথমে প্রেমিক নুর মোহাম্মদ বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এর কিছু সময় পরে মোস্তফাসহ অজ্ঞাত আর তিনজন এসে হাজির হয়। তারা ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগীর ডাক চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে ধর্ষিতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নুর মোহাম্মদ ও মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিবার্তা/বাশার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]