
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং নামের এক কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জাহিন স্পিনিং মিলের মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে মাহমুদুর রহমান সুমনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ মিলের তুলার গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আড়াইহাজার, রূপগঞ্জ ও মাধবদী থেকে ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো।
আড়াই হাজারের ইউএনও মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]