বিজয় দিবসে ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
বিজয় দিবসে ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিজয় দিবসে ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।


সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনের মৃত্যু হয়।


নিহতরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলার মোহাম্মদ গুপি শেখ।


ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে।


অপরদিকে বিকেলে নগরকান্দা কলেজের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মাতবর নামে এক কিশোরের মৃত্যু হয়।


সে ওই উপজেলার বালিয়া গ্রামের বেলায়েত মাতবরের ছেলে। নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com