
পিরোজপুরের কাউখালী সরকারি কলেজের সদ্য অবসর গ্রহণকারী অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫ ডিসেম্বর, রবিবার দুপুরে কলেজের সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন প্রভাষক রবীন মুখোপাধ্যায়, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক বিথীকা রাণী কর্মকার, প্রভাষক শাহনাজ আক্তার, প্রভাষক কল্পনা হালদার প্রমূখ।
বিদায় অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বিবার্তা/রবিন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]