
রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেড়িঘাট এলাকায় ট্রলার থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মো. বাদশা মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান।
এর আগে রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে সদর উপজেলা চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাটের তিনশো গজ দূরে থাকা একটি ট্রলার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাদশা মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুরি এলাকার আব্দুল কাদের মণ্ডলের ছেলে।
এসময় তার কাছে থাকা সিলভার রঙের দেশীয় তৈরি দোনালা পাইপগান ও দুইটি শর্টগানের লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মো: বাদশা মণ্ডলের কাছে থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]