ইন্দুরকানীতে
বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১
বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।


জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার গাবগাছিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পিরোজপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে চাড়াখালী বৈরাগী বাড়ি সামনে সড়কে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের মন্নান খানের ছেলে যুবলীগ নেতা শুক্কুর খান, রফিকুল ইসলাম, সোহেল ও খবির হোসেনের ছেলে রিয়াজুল, আসাদুল, জাহিদুল, ইকতাদুল সহ ৮ থেকে ১০ জন লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হকিস্টিক পিটিয়ে গুরুতর জখম করেন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


আহত জামাল হাওলাদার পত্তাশী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক।


আহত জামাল হাওলাদার জানান, সকালে মোটরসাইকেলে পিরোজপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় চাড়াখালী বৈরাগী বাড়ির সামনের সড়কে আসলে পূর্ব পরিকল্পিতভাবে মন্নান খানের ছেলে যুবলীগ নেতা শুক্কুর খানের নেতৃত্বে রফিকুল ইসলাম, সোহেল ও খবির হোসেনের ছেলে রিয়াজুল, আসাদুল, জাহিদুল, ইকতাদুল সহ ৮থেকে ১০ জন লোক আমাকে মেরে ফেলার জন্য রামদা দিয়ে কুপিয়েছে এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন এবং তারা বলে 'বিএনপি কর না, তোরো জম্মের বিএনপির করাইতেছি'। এসময় আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, আমাদের সাথে জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে। কে বা কারা তাকে মেরেছে আমরা জানি না। আমাদেরকে মিথ্যা মামলায় ফাসানের জন্য আমাদের দোষারোপ করছে।


ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনা স্থল পরির্দশন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শামীম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com