
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেছেন, কলমের শক্তি, ক্ষমতা অস্ত্রের চেয়েও বেশি। যারা সত্যিকার অর্থে দেশ মাতৃকার সেবা করেন, দেশকে ভালোবাসেন তারাই দেশের জন্য ভালো কাজ করেন। পুলিশের সাথে সাংবাদিকের সম্পর্ক অনেক ঋদ্ধতা পূর্ণ এবং খুবই চমৎকার, প্রফেশনাল, পার্সোনাল একটি সম্পর্ক হওয়া দরকার। সাংবাদিক এবং পুলিশ যদি ওতপ্রোতভাবে কাজ করে তাহলে সমাজে অপরাধ, বৈষম্য বিতাড়িত হতে বাধ্য।
১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রফেশনাল কাজ করতে গেলে সাংবাদিকদের অনেক সময় ঝামেলার সম্মুখীন হতে হয় এই জায়গাতে যে কোন সময় আমাদের অবগত করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। প্রফেশনাল কাজ করতে গিয়ে কেউ যদি কোন প্রকার বিরূপ আচরণের মুখোমুখি হয় তাহলে সেটি দেখা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ, সাংবাদিকরা কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করে না। সাংবাদিকরা যে কাজ করে সমাজের জন্য করে।
এসময় জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আতিক ফয়সাল, ওসি ডিবি নাজমুস সাকিব,টিআই-১ জাহাঙ্গীর কবির,জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও চ্যানেল২৪ স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু সহ জামালপুর জেলা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট অনলাইন মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ওসমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]