
রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পারাপারের সময় সৌহার্দ্য পরিবহনের চাপায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের চাপায় নিহত হয়েছেন পথচারী ঐ অজ্ঞাতনামা ব্যক্তি। মহাসড়ক পারাপারের সময় সৌহার্দ্য পরিবহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাতনামা পথচারী। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায় নাই।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ জানান, খবর পাওয়ার সাথে সাথেই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। এখনো নিহতের পরিচয়ের সনাক্ত করা সম্ভব হয়নি।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]