
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
১৪ ডিসেম্বর, শনিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি পাঁচগাও বিওপির একটি টহল টিম শুক্রবার রাতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত এসব ভারতীয় মদ শনিবার সকালে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]