সরিষাবাড়ীতে
যমুনা সারকারখানা চালুর দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪০
যমুনা সারকারখানা চালুর দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিভ
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


১৪ ডিসেম্বর, শনিবার সকালে জামালপুর জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে তারাকান্দি যমুনা সারকারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিক্ষোভ মিছিলটি কারখানার প্রধান গেট থেকে বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর-তারাকান্দি মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।


এসময় বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি যমুনা সারকারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার মুল্যবান বিভিন্ন যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দিতে পারে। অতি দ্রুত চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে তারা জানান। এসময় বক্তারা আগামী একমাসের মধ্যে কারখানা চালু না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com