
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর, শনিবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তাগণ (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে তাদের আত্মত্যাগকে চির-স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক ও বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক প্রমুখ।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]