
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ।
১৩ ডিসেম্বর, শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. বিল্লাল হোসেন। এতে উদ্বোধক ছিলেন শেরপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আব্দুল খালেক মিয়া ও প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. কামরুল হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, ওলামা দলের সভাপতি মো. জহুরুল ইসলাম, মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা হক কোহিনূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান রুবেল, মো. মিস্টার মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]