
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ৬ দিন ব্যাপী ‘তৃতীয় নগর কৃষি মেলা’ শুরু যাচ্ছে আগামীকাল।
শনিবার (১৪ ডিসেম্বর) নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী উচ্চ বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে।
‘নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে এবারের ৩য় নগর কৃষি মেলা শুরু হচ্ছে। মেলাটি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
উপকরণ বিতরণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতি বছর এই নগর কৃষি মেলা অনুষ্ঠিত হয়।
কৃষি উপকরণ প্রদর্শন ও তথ্য প্রদানের জন্য এ বারের কৃষি মেলায় থাকছে প্রায় ৮০টি স্টল। যেখানে ৩০টি নার্সারি, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি ফুড কর্নারসহ সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার থাকবে।
এছাড়া আরো থাকছে নগর কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ ও স্কুলের শিক্ষার্থীদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাঙ্কন, প্রশিক্ষণসহ নানা রকমের শিক্ষামূলক আয়োজন।
অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মান সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. সাইফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।
বিবার্তা/ফাহিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]