এস আলমের বিরুদ্ধে নারী উদ্যোক্তার অর্থ আত্মসাৎ মামলা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:১১
এস আলমের বিরুদ্ধে নারী উদ্যোক্তার অর্থ আত্মসাৎ মামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের সাইফুল আলম মাসুদ ও তাঁর ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে নাজমে নওরোজ নামে এক নারী উদ্যোক্তা আদালতে মামলা করেছেন।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের ওই নারী ব্যবসায়ী। তিনি নগরীর আগ্রাবাদ এরিস্টোক্রেসি রেস্তোরাঁর মালিক।


বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা। এই সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। আসামি বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেন।


অভিযোগে আরো উল্লেখ করেন, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়। ইতিমধ্যে সাইফুল আলমের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।


এ বিষয়ে জানতে নাজমে নওরোজ নামে ওই নারী উদ্যোক্তা মুঠোফোন ও এস আলমের সাইফুল আলম মাসুদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com