
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোহাম্মদ ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মিয়া রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মাহফুজ মিয়ার ছেলে।
ঘাতক বাস চালক তৌহিদুল ইসলামকে (২৭) আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন।
দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, বিয়াল্লিশর এলাকার মল্লিকা পাম্পের সামনে সিলেট অভিমুখী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয় ও দুজন যাত্রী আহত হয়।
দুপক্ষের আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে যান।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]