১২ ডিসেম্বর নরসিংদী হানাদারমুক্ত দিবস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০
১২ ডিসেম্বর নরসিংদী হানাদারমুক্ত দিবস
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিসেম্বর বাঙালির অহংকার ও গৌরবের মাস। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এ মাসেই অর্জিত হয়েছে স্বাধীনতাকামী বাঙালির চূড়ান্ত বিজয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাক হানাদারদের আত্মসমর্পনের মধ্য দিয়ে বিজয় লাভ করে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের নতুন এক দেশ।


আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হানাদার মুক্ত হয়েছিল নরসিংদী।


১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর পরাজয় ও আত্মসমর্পনের মধ্য দিয়ে গোটা নরসিংদী পাক হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ দিনটি তাই নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন।


১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ড যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই খণ্ড যুদ্ধে পাকহানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন জেলার ১১৬ জন বীর সন্তান।


এর মধ্যে নরসিংদী সদরের ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাবো উপজেলার ১৬ জন। এ ছাড়া বহু মা-বোনের নীরব আত্মত্যাগের বিনিময়ে নরসিংদী হানাদারমুক্ত হয়।


স্বাধীনতা যুদ্ধে ঢাকার সন্নিকটে অবস্থিত নরসিংদীতেও মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল জেলার আপামর জনসাধারণ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিল।


নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ উপলক্ষ্যে জেলা শিল্প কলা একাডেমি থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সকালে র‌্যালি, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, ৭১’ এর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সংগ্রাম শুরু হয় ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে তা পূর্ণতা পায়। নিজস্ব মানচিত্র, নিজস্ব পতাকা পায় এ দেশের জনগণ। যাদের আত্মত্যাগে এ অর্জন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে।


বিবার্তা/কামাল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com