কাউখালীতে হিন্দু-মুসলমানের সম্প্রীতি মিছিল
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩
কাউখালীতে হিন্দু-মুসলমানের সম্প্রীতি মিছিল
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের প্রচারমাধ্যমসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রচারমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার ও ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে কাউখালী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।


১০ ডিসেম্বর, মঙ্গলবার কাউখালীর শহীদ মিনার থেকে এ সম্প্রীতি মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।


শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে এক সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ এম দীন মোহাম্মদ, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সহ-সম্পাদক পরিতোষ মণ্ডল, কাউখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিক্ষক নেতা সুব্রত রায়, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট হীরালাল কুন্ডু, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কর্মকার, কাউখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুর রতন চক্রবর্তী, কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন।


সম্প্রীতি মিছিলে কাউখালী উপজেলার কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রম, মতুয়া আশ্রম, উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


সময় বক্তারা বলেন, গত ৫ই আগস্ট থেকে কাউখালী উপজেলার যে একটি সম্প্রীতির বন্ধন, সেটি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে অটুট রেখেছে। কাউখালীর এই সম্প্রীতি সারা বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


বিবার্তা/রবিন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com