ছেলেকে ফেরত চাইলেন রিপনের মা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
ছেলেকে ফেরত চাইলেন রিপনের মা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দশ বছর আগে আমার ছেলে মাহবুবুর রহমান রিপন (২৭) কে রাতের আঁধারে ঘুম থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। আজও তার হদিস মেলেনি। আমার ছেলেসহ গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। খুন গুমে জড়িত মানবাধিকার হরণকারীদের বিচার করতে হবে। দেশে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান গুমের রিপনের মা রওশন আরা।


১০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ফেনী ইউনিটের আয়োজনে ফেনী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রিপনের মা।


‘মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও, অপরাধীদের বিচারের সম্মুখীন কর’ স্লোগানে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম।


সভায় বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, সুজন-সুশাসন এর জন্য নাগরিক এর ফেনী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহম্মেদ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার।


অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীম'র সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক শেখ আশিকুন্নবী সজীব।


সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক স্টার লাইন'র সহযোগী সম্পাদক জসিম মাহমুদ।


আরও বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান, ক্রীড়া সংগঠক ইমন উল হক, গুমের শিকার রিপনের ভাই মাহফুজুর রহমান শিপু, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ'র ফেনী জেলা সভাপতি শাহজালাল ভুঁইয়া প্রমুখ।


সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম ইউসুফ আলী, সৈয়দ মনির আহমদ, শফি উল্যাহ রিপন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মামুন, রাজিব সারওয়ার, ব্যবসায়ী কামরুল জামান মজুমদার, মানবাধিকারের সংগঠক আবদুস সালাম ফরায়েজী, জাফর আহমেদ ভুঁইয়া, মো. আমিনুল ইসলাম শাহীন, শহিদুল মিশু সহ সাংবাদিক, মানবাধিকার সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মতবিনিময় সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com