
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে কনজুমার অ্যাসোসিয়েশন (ক্যাব) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মঞ্জু রাণী প্রামানিক।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্মসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি নাছিমুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান মামুন ও আমার সময় পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, মৌসুমেও সবজির বাজার অস্থির যা দুই মাস আগেও স্বাভাবিক ছিল। দ্রুত অসাধু ব্যবসায়ীদের কারসাজি ভেঙে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]