
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার ।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে বরিশালে অভিযানে তাকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ পুলিশ। গ্রেফতারের কাছ থেকে ঘটনায় জড়িত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে।
এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে শাহেদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
পরে ওই নারীর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত শাহেদা (২২) ময়মনসিংহ কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পরদিন রোববার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]