অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদে সাভার পৌরসভার অভিযান
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮
অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদে সাভার পৌরসভার অভিযান
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সাভার পৌরসভা।


তবে উচ্ছেদ অভিযান পরিচালানার আধ ঘণ্টার মধ্যে ফের মহাসড়ক ও ফুটপাত দখল করে আগের মতোই দোকানপাট চালিয়ে যাচ্ছেন অবৈধ দখলকারীরা। এতে করে আবারও চলাচলে দুর্ভোগের সৃষ্টি হওয়ায় হতাশ পথচারীরা।


১ ডিসেম্বর, রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত সাভার উপজেলা পরিষদের সামনে থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের পূর্বপাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। এসময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দুই হাজার অবৈধ স্থাপনা।


এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় দখলদারদের বাধার মুখে পড়ে উচ্ছেদের কাছে নিয়োজিত পৌরসভার শ্রমিকরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ৩ হামলাকারীকে আটক করেছে পুলিশ। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


অভিযানে সাভার উপজেলা প্রশাসনের পাশাপাশি অংশ নেয় সাভার থানা পুলিশ, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস, পৌরসভার কর্মকর্তারা।


বিবার্তা/বাশার/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com