
টাঙ্গাইল-২ (গোপালপুর -ভুয়াপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর, রবিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করা হয়।
জানা গেছে, রবিবার সকালে হাইকোর্টের আপিলেন্ড বিভাগ সাবেক মন্ত্রীর মামলাটি খালাস দেয়। এ খবর পাওয়ার পরপরই টাঙ্গাইলের নেতাকর্মীরা শহরের নিরালা মোড়ে একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণ শেষে পুনরায় শহীদ মিনারে সমবেত হয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইল বাসী আজ খুবই আনন্দিত।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছিলো। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করীম, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]