টাঙ্গাইলে রাতের আধাঁরে মাটি কেটে বিক্রি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০
টাঙ্গাইলে রাতের আধাঁরে মাটি কেটে বিক্রি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এসডিএসের জায়গা থেকে রাতের আধাঁরে মাটি কেটে বিক্রি করছে বাহার নামের এক মাটি ব্যবসায়ী। দিনের বেলায় বন্ধ থাকলেও রাত হলেই চলে কর্মযজ্ঞ। ড্রাম ট্রাক দিয়ে মাটি নেওয়ায় চারাবাড়ি-পোড়াবাড়ি পাকা রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।


স্থানীয়রা জানায়, ক্রয়সূত্রে এসডিএসের ৮শ শতাংশের ভূমির মালিক হোন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক। সম্প্রতি ওই জায়গায় ফ্যাক্টরি করার উদ্যোগ নেন ওই নেতা। ওই জায়গাটির দক্ষিণ পাশ থেকে মাটি কেটে উত্তর পাশে ভরাট করবে কাজটির দায়িত্ব পান মাটি ব্যবসায়ী বাহার।


তারা জানায়, বাহার প্রজেক্টে এক গাড়ি মাটি ফেললেও চুরি করে ট্রাকের পর ট্রাক মাটি অন্যত্র বিক্রি করে আসছে। ফলে ওই মাটি ভর্তি ট্রাক চলাচলে স্থানীয়দের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রাক ভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে ধুলোবালিতে ভরে যায়। রান্না করা খাবারে বালু পড়ে থাকে। এছাড়াও শিশুরা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, এসডিএসের ৮শ শতাংশের ভূমির পশ্চিম পাশ থেকে মাটি কেটে দক্ষিণ পাশে ভরাট করছে। পাশাপাশি ১২ চাকার ড্রাম ট্রাক মাটি ভর্তি করে বাহিরে বের হচ্ছে।


মাটি ভর্তি ওই ট্রাক কোথায় যাচ্ছে জানতে চাইলে রজব আলী নামের এক ব্যক্তি বলেন, এই মাটিগুলো বাহার চুরি করে অন্যত্র বিক্রি করছে। তিনি বলেন, যখন মোজাম্মেল স্যারে কোন লোক এই সাইডে থাকেনা তখন এই মাটিগুলো অন্যত্র বিক্রি করে। এ নিয়ে বাহারকে শাসিয়েছে মোজাম্মেল স্যার।


স্থানীয় এক মোটরসাইকেল ও অটো চালক জানান, টাঙ্গাইল থেকে পোড়াবাড়ি-চাড়াবাড়ি রাস্তাটি জনগুরুত্বপূর্ণ সড়ক। হাজার-হাজার মানুষের চলাফেরা এ সড়কে। বেপরোয়া গতিতে ১২ চাকার ড্রাম ট্রাকের চলাচলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত এ মাটির ট্রাক বন্ধের দাবি জানায়।


মাটি ব্যবসায়ী বাহারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com