
সাভারের আশুলিয়ায় ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসাবে চাকরি করতেন।
পুলিশ জানায়, রাতে ইউনিক এলাকায় ফয়সালকে বেশ কয়েকজন অস্ত্রধারী যুবক এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করছে পুলিশ। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকী বলেন, খুনিদের ধরতে অভিযান চলছে।
বিবার্তা/বাশার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]