
নরসিংদীতে মেঘনা নদীর তীরে স্থাপিত ইস্কনের অস্থায়ী মঞ্চ নির্ধারিত সময়ের আগেই সরিয়ে নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।
শুক্রবার নরসিংদী জেলা কওমি মাদ্রাসা পরিষদ (তানযীম)-এর উদ্যোগে ইস্কনকে নিষিদ্ধ করা ও আইনজীবি হত্যা’র প্রতিবাদে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেল স্টেশনে গিয়ে সমাবেশ করে।
এ সময় সমাবেশ থেকে কওমি মাদ্রাসার পক্ষ থেকে নরসিংদী শহরের হাড়িধোয়া নদীর পাড়ে স্থাপিত ইস্কন মন্দিরটির অস্থায়ী মঞ্চটি ভেঙ্গে ফেলার জন্য আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ২ টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়। এসময় তারা ইস্কনের সকল কার্যকালাপ বন্ধ করে দিতেও হুঁশিয়ারি দেয়।
এর প্রেক্ষিতে ইস্কনের নরসিংদী কর্মকতারা তাদের নিজ উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) মেঘনা নদীর তীরে স্থাপিত ইস্কনের অস্থায়ী মঞ্চটি ভেঙ্গে সরিয়ে নিয়ে যায়।
এ সময় ইস্কনের দায়িত্বে নিয়োজিত মহাপ্রভু পথিক পাবণসহ ইস্কনের অন্যান্যা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কওমি মাদ্রাসার পক্ষে মুফতী রফিকুল ইসলাম এবং থানা পুলিশ, ডিবিসহ প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
এব্যাপারে জানতে চাইলে ইস্কনের মহাপ্রভু পথিক পাবণ বলেন, আমরা প্রতি বছরই অত্যাধিক লোকসমাগমের কারণে বিশেষ করে রথযাত্রা উপলক্ষে হাড়িধোয়া নদীর পাড়ে অস্থায়ী মঞ্চ তৈরী করে ধর্মীয় উৎসব পালন করে আসছি। আমরা কারোর কোন ক্ষতিকারক কাজে জড়িত নয়। আমরা সকলের সাথে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করি। তারপরেও যেহেতু নদীর পাড়ে স্থাপিত মঞ্চটি ভেঙে নেওয়ার জন্য একটি পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা স্ব-ইচ্ছায় মঞ্চটি সরিয়ে নিয়েছি।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]