নন্দীগ্রামে ডাচ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১৮:৩৭
নন্দীগ্রামে ডাচ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শনিবার (৩০ নভেম্বর) সকালে ভাটরার ঐতিহাসিক শতায়ু আটচালায় ১৫০জন গরিব অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আখতারুজ্জামান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুজ্জামান খান চৌধুরী বাদশা।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের সভাপতি ওয়াজিফা বেগম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, লালমাটিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান খান চৌধুরী জাহাঙ্গীর, আবেদুর রহমান খান চৌধুরী অ্যাপোলো, গোলাম কিবরিয়া খান চৌধুরী জুয়েল, মাহাবুর রহমান খান চৌধুরী, মিনারুল ইসলাম খান চৌধুরী পল্লব ও আকরাম হোসেন তারাসহ আরও অনেকেই।


বিগত বছরের ন্যায় এবারো ভাটরা গ্রামের বিভিন্ন পাড়া, পাশ্ববর্তী নাগড়া, খরনা, দোপুকুরিয়া, ঝিনা, তারাটিয়া, কচুগাড়িসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন ভাটরা ডাচ সংঘ।


নেদারল্যান্ড ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ২০১২ সাল থেকে পরিচালিত এই সংঘ গ্রামীণ অসহায় মহিলাদের ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বীকরণে উল্লেখযোগ্য কাজ করে আসছে।


সংঘটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান,"আমরা এলাকায় দারিদ্রতা দূরীকরণ ও স্বাবলম্বীকরণ বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি। আমরা চাই সকলের প্রচেষ্টায় এ সংঘটি এগিয়ে যাক, আমরাও যেন সর্বদা সর্বোচ্চ সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পারি"।


প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত অসহায় মানুষজন। এই কার্যক্রম অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


বিবার্তা/মুনিরুজ্জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com