
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নরসিংদী শহর থেকে ২৪ ঘন্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আল্টিমেটাম দেন বক্তারা।
২৯ নভেম্বর, শুক্রবার বা’দ জুমা নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিব সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন তারা। এসময় শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।
সমাবেশে বক্তারা হাজীপুরের হাড়িধোয়া নদী দখল করে তৈরি ইসকনের আস্তানা ২৪ ঘন্টার মধ্যে তুলে না নিলে জনতা গুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
বিবার্তা/কামাল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]