
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো অনেক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
২৯ নভেম্বর, শুক্রবার দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে চতুর্থ মিডিয়া অলিম্পিয়াডের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসময় আরও বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন দেশের মানুষ আর কখনো এই ফ্যাসিবাদকে দেখতে চায়না ছাত্র জনতার হত্যায় তার কঠিন বিচার করতে হবে বলেও বলেন তিনি।
এসময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফজলুর রহমান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ আব্দুর রব।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]