
ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচনে মো. নাসির উদ্দিন সভাপতি ও মনিরুজ্জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৭ নভেম্বর, বুধবার প্রেসক্লাব মিলনায়তনে ভোটারদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়।
সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের ইন্দুরকানী প্রতিনিধি খান মো. নাসির উদ্দিন ১৭ ভোট এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: মনিরুজ্জামান খান ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি আলমগীর কবির মান্নু (দৈনিক খোলা কাগজ), জাকির হোসেন (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন, নির্বাহী সদস্য আহাদুল ইসলাম, এম আহসানুর ছগির, আল আমিন হোসেন, আজাদ হোসেন বাচ্চু, কে এম শামীম রেজা।
বিবার্তা/শামীম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]