
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী ৬৬৯ জন গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি বছরের সেপ্টেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুরের পরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান।
হাকিমপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে, উপজেলার আলিহাট ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় ৬৬৯ জন উপকারভোগীদের মাঝে চলতি বছরের (অক্টোবর ও নভেম্বর) মাসের চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র, তদারকি অফিসার উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আযম প্রামানিক, এনজিও কর্মী ইয়াছমিন আরা, ইউপি সচিব ওমর ফারুক, ইউপি সদস্য সানোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, আল মামুন, রিপন, মোহাতাব আলী, মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন, লাভলী আক্তার, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান আল ইমরান আলী বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমাদের ইউনিয়নে ৬৬৯ জন গরীব দুস্থ উপকারভোগী রয়েছেন। সরকারি নির্দেশনা মোতাবেক বুধবার (২৭ নভেম্বর) চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসের প্রতিটি নারী উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে সরকারি সহায়তার চাল সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিতরণ করা হয়েছে। উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীরা চলতি বছরের আরও এক মাসের চাল পাবেন বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]