খানসামায় সারের সংকট ও দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
খানসামায় সারের সংকট ও দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুচরা ও পাইকারি বাজারে রাসায়নিক সারের সংকট ও দাম নিয়ন্ত্রণে দিনাজপুরের খানসামা উপজেলার ১৯ জন বিসিআইসি ও বিএডিসি ডিলার এবং খুচরা দোকানে বিক্রয় কার্যক্রম তদারকি ও বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার খানসামা বাজার, চেহেলগাজী বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ইউএনও। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাজার মনিটরিং করেন তিনি।


বাজার মনিটরিং-এ পণ্যের দাম অহেতুক না বাড়ানো এবং ভেজাল পণ্য বিক্রি রোধে ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেই সাথে কৃষকদের সার কেনার সময় রিসিট গ্রহণের আহ্বান জানান এবং খুব দ্রুত সারের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেন।


বাজার মনিটরিং শেষে মো. তাজ উদ্দিন বলেন, বর্তমানে কৃষিতে ভরা মৌসুম চলছে। এজন্য রাসায়নিক সারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কোন অসাধু চক্র যেন সারের দাম বৃদ্ধি করতে না পারে সেইজন্য বাজার তদারকি করতেছি। আশা করছি খুব দ্রুত কৃষকরা তাদের চাহিদা মতো সার পাবে।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com