
২০০৯ সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক সিপাহি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দি বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, ছোট বোন শিলা আক্তার, জেলবন্দি জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দি করে রাখা হয়েছে। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলায় প্রায় দেড়শ জন বিডিআর সদস্য রয়েছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।
বিবার্তা/ওসমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]