
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ থাকা নির্মাণ কাজ সেনাবাহিনীর সহায়তায় দ্রুত নির্মাণ, বাশুরি চরের খাস জমিতে ৩০-৩৫ বছর যাবৎ বসবাসকারী ভূমিহীনদের স্থায়ীভাবে বরাদ্দ এবং ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১৩ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।
২৬ নভেম্বর, মঙ্গলবার দুপুরে জাতীয় কৃষক খেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার কেন্দ্রীয় সমিতির উদ্যোগে কৃষক খেত মজুরের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক খেতমজুর সমিতির কাউখালী উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুষার কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন-আর-রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা শাখার সভাপতি নিমাই মন্ডল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড কৃষ্ণ লাল গুহ প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিবার্তা/রবিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]