
জামালপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাসহ সকলের অংশগ্রহণে আমরা ফ্যাসিবাদকে দূর করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন সফল হবে না, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে।
২৫ নভেম্বর, সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ এবং নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
এসময় আসিফ মাহমুদ বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সবাইকে পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার।
সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]