
পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে গম, সূর্যমুখী, চীনা বাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগ ও মসুর ডাল, খেসারি, সরিষার, বোরো হাইব্রিডের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাসের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার মিস্ত্রি প্রমুখ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বিবার্তা/রবিন/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]