
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় আব্দুল কুদ্দুস হাওলাদার (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্দুল কুদ্দুস হাওলাদার উত্তর বানিয়ারী গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
নাজিরপুর থানার এএসআই মো. হিরণ গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন আইনের ৯(খ)(গ) /১৪ ধারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের জেল আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯ সালে ঝালকাঠি জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পরে গ্রেফতার হয়েছে। আসামিকে (১৩ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার পর থেকে আব্দল কুদ্দুস পলাতক ছিল।
আসামি আব্দুল কুদ্দুস জানান, তিনি ঝালকাঠি জেলার মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছেন। সেই সুবাদে তার মেয়ে শাহনাজ এর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরে চিটাগাং পালিয়ে গিয়ে বিবাহ করেন। শাহনাজের পিতা আনোয়ার মোল্লা সম্পদশালী হওয়ায় কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে আসামি কিছুই জানেন না। তখন থেকে বাড়ি ছেড়ে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি আব্দুল কুদ্দুস। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে মাকে দেখতে এসে গ্রেফতারের পরে জানেন তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বিবার্তা/মশিউর/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]