
ভোলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. একরামুল (১৮) নামে এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরামুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মো. হারুনের ছেলে।
নিহতের পরিবার জানান, সন্ধ্যার দিকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার মনিরাম এলাকা যাওয়ার পথে লেবুকাটা রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একরামসহ তার দুই বন্ধু আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে একরামুলের অবস্থায় আশংঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর ভোলা সদর হাসপাতালে একরামুলকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]