
পিরোজপুরের নাজিরপুর থেকে একাধিক মামলার পলাতক আসামি আরিফুর রহমান সবুজ (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
৫ নভেম্বর, মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্রীরামকাঠীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আরিফুর রহমান সবুজ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের আব্দুর রব শেখের পুত্র।
তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে নাজিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ মশিউর রহমান ও এ এস আই গিয়াস উদ্দিন সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে চঁাদাবাজ ও সন্ত্রাসী মামলার আসামি আরিফুর রহমান সবুজকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে পূর্বে নাজিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
বিবার্তা/মশিউর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]