
ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া চৌরাস্তার মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। সাথে ফোর ফোরটি লাইনের সংযোগ দেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
চার রাস্তার মাঝে খুঁটি থাকায় যে কোনো সময় গাড়ির ধাক্কায় খুঁটি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রাণহানিসহ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যেতে পারে।
অনুসন্ধানে দেখে গেছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কেন্দুয়া আটপাড়া, মোহনগঞ্জগামী শত শত গাড়ি সারাদিন চলাচল করে। ইতিমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার কথা জানা গেছে। বালুয়াপাড়া মোড় ইব্রাহিম মার্কেটের মালিক সুমন বেগ ও বেগ ফারুক আহাম্মেদ জানান এর আগে বিদ্যুৎ লাইন রাস্তার উত্তরে খালের পাশে নিরাপদ স্থানে ছিল। সেখান থেকে খুঁটিটি তুলে রাস্তার মাঝখানে প্রতিস্থাপন করায় আমরাসহ এলাকাবাসী, পথচারী, যানবাহন চালকদের সর্বদা ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে।
জানা গেছে, সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রাস্তার উত্তর পাশে খালের উপর বক্সকালভার্ট বানিয়ে নিজের মার্কেট নির্মাণ করেন। তার নির্মিত মার্কেটের সুবিধার জন্য ক্ষমতা প্রয়োগ করে এই বিদ্যুতের খুঁটিটি রাস্তার মাঝখানে স্থাপন করেন।
এবিষয়ে গৌরীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, যেহেতু মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিদ্যুতের খুঁটি সরিয়ে চৌরাস্তার মাঝখানে দিয়েছেন। তাই পৌর প্রশাসক নির্দেশনা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এই বিষয়ে অবগত হয়েই তাৎক্ষণিক আবাসিক প্রকৌশলীকে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিটি সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেন।
বিবার্তা/হুমায়ুন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]