
পিরোজপুরের কাউখালীর সোনাকুর নিজ প্রতিষ্ঠানের তৈরি কালী দেবীর প্রতিমা ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার প্রকৃত ঘটনা ফাঁস হওয়ার পরে অভিযোগকারী প্রতিমা বানানো কারিগর সুখরঞ্জন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুরঞ্জন পাল সোনাকুর গ্রামের অনিল পালের ছেলে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় এই মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পালপাড়ার সুরঞ্জন পালের সাথে প্রতিবেশী প্রতিবন্ধী চয়ন পালের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। তারই জের ধরে বুধবার দিবাগত রাতে সুখরঞ্জন পাল বিক্রির জন্য তার তৈরীকৃত কালী দেবীর প্রতিমা নিজেই ভাঙচুর করে প্রতিবেশী বাবলু কুণ্ডু, ক্ষিতীশ, কিশোর কুণ্ডু, সুজন, বকুল রানী, চয়ন পালকে ফাঁসানো জন্য তাদের নাম প্রচার করে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিমা ভাঙচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এসময় সে প্রতিবেশীদের ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুরের ঘটনা সাজিয়েছেন বলে স্বীকার করে।
খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, উপজেলার সোনাকুর পালপাড়ার সুরঞ্জন পালের বিক্রির জন্য তৈরিকৃত কালী দেবীর প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। পরে প্রতিমা ভাংচুরের বিষয়ে সুখরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিবেশীদেরকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুর করে বলে স্বীকার করে। এ ঘটনায় একটি মামলার দায়ের করা হয়েছে।
বিবার্তা/রবিন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]