
কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের পর কয়েক মাস হয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তির স্বীকার হচ্ছেন কয়েকশ পরিবারের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে৷ এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন।
স্থানীয়রা জানান, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেওয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না৷ প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এই পথ ধরে শিক্ষার্থীরা দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। বর্তমানে অনেক দিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণের মাটি দেয়া হয় নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে।
বিবার্তা/রাফি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]