
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা মোসলেম উদ্দিন শাকিলকে গ্রেফতার করেছে র্যাব।
২৮ অক্টোবর, সোমবার রাতে ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কলেজছাত্র ছাইদুল ইসলাম (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
শাকিল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃ'ত এম এ গোফরানের ছেলে ও ছাত্রলীগের ফেনী জেলা দপ্তর সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ ফেনীর কোম্পানী কমান্ডার সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাডেমি রোড এলাকায় অভিযান চালিয়ে মোসলেহ উদ্দিন শাকিলকে গ্রেফতার করা হয়।
মামলার হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তিনি। সে কলেজছাত্র ছাইদুল ইসলাম (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]