
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন।
এ সময় ১০১ পদাতিক ব্রিগেড এর কামান্ডর ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ, ৩৩ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ মোহাম্মদ আব্দুল আজিজ, ৩৮ বীর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম , সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উপস্থিত ছিলেন।
বিবার্তা/আল মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]