
ব্রাহ্মণবাড়িয়ায় এবার পর্যাপ্ত শীতকালীন সবজির চাষ হচ্ছে। ফলনও বেশ ভালো। আর ভালো দাম পাওয়ায় সবজি চায়ে আগ্রহ বেড়েছে অনেকের। মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো। কৃষকরা জানিয়েছেন, রবি মৌসুমের সবজি বাজারে আসলে দাম আরো কমবে।
চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ জমিতে শীতকালীন বিভিন্ন সবজি আবাদে ব্যস্ত চাষীরা। সাম্প্রতিক বন্যায় সবজির আবাদ কিছুটা ব্যাহত হলেও জেলার ৭২৫ হেক্টর জমিতে লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, শিমসহ নানা জাতের শাকসবজি আবাদ হয়েছে।
কৃষকরা বলছেন, এরই মধ্যে লাউ, ঢেঁড়স, মুলা, ফুলকপি, লালশাক, পালং শাকসহ কিছু আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু করেছে। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই সব সবজি বাজারে চলে আসবে।
এদিকে জেলা কৃষি অধিদফতর জানিয়েছে, আবাদ বাড়াতে বসতবাড়ির আঙ্গিনাসহ অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলায় প্রায় ১০ হাজার কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, জেলায় শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]