ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ১০ মন্ত্রী-এমপির নামে মামলা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:৪১
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ১০ মন্ত্রী-এমপির নামে মামলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ১০ সাবেক মন্ত্রী-এমপিকে আসামি করে মামলা করা হয়েছে।


২৫ অক্টোবর, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরের আনিসুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন।


মামলায় মন্ত্রী-এমপি ১০ জনসহ ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।


আসামি হওয়া ১০ সাবেক মন্ত্রী-এমপি হলেন সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক এমপি শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি মঈন উদ্দিন মঈন, শাজাহান আলম সাজু, জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক এমপি এ কে একরামুজ্জামান, বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। মামলায় সাবেক মন্ত্রী-এমপিরা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।


এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতনে একদফা আন্দোলনের ডাক দিলে ৪ আগস্ট ছাত্র জনতা মিছিল নিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় আসামিদের প্রত্যক্ষ প্ররোচনা ও হুকুমে অন্যান্য এজাহারনামীয় আসামিরা ওই মিছিল প্রতিহত করার উদ্দেশ্যে দা, হকিস্টিক, লোহার রড, ককটেল, হাত বোমা ও আগ্নেয়াস্ত্রাদিতে সুসজ্জিত হয়ে চতুর্দিক ঘেরাও করে অসংখ্য নিরীহ শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে হামলা করে আহত করে।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com