
টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
২৬ অক্টোবর, শনিবার সকালে দুর্ভোগ লাঘবে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নীরব হাসান কাওছার, মারুফ সিদ্দিকী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবত বন্ধ করে দেওয়ায় এখানে সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতিপূর্বে ড্রেনের কাজ আসলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর সভায় বসবাস করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ আশেপাশের প্রায় আট হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]