৫ ঘণ্টা পর গোপীবাগে রেললাইন সচল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:২৩
৫ ঘণ্টা পর গোপীবাগে রেললাইন সচল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গোপীবাগে লাইনচ্যুত হওয়া কমিউটার ট্রেন উদ্ধার করা হয়েছে। ফলে পাঁচ ঘণ্টা পর গন্তব্যে ছুটেছে নারায়ণগঞ্জগামী সেই ট্রেনটি।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।


কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, ‘বেলা ১২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি উদ্ধার করা হয়েছে। সেটি নারায়ণগঞ্জ ছেড়ে গেছে। খুলনা যাওয়ার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনও এখন ছেড়ে যাবে।’


এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে কমিউটটার ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন।


তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে লাইন সচল করার চেষ্টা করা হচ্ছে। এখনও কাজ চলছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইন ক্লিয়ার হবে। তখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালানো হবে।


উল্লেখ্য, গত বছর থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com